করোনা মোকাবেলায় অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করল দক্ষিণ আফ্রিকা

বণিক বার্তা ডেস্ক

করোনাভাইরাসের বিস্তৃতি ঠেকাতে নতুন নতুন নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে আছে অ্যালকোহল বিক্রি বন্ধ করা। এছাড়া আছে রাতে কারফিউ এবং পাবলিক স্পেসে বাধ্যতামূলক মাস্ক পরা।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, বছর দ্বিতীয়বারের মতো অ্যালকোহলের ওপর নিষেধাজ্ঞা তাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর থেকে চাপ কমাবে।

এক ভাষণে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, দেশের বেশির ভাগ মানুষই ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে দায়িত্বশীল আচরণ করছে। কিন্তু তার পরও কিছু মানুষ আছে যারা অন্যকে রক্ষা করা সম্মান দেয়ার ব্যাপারে দায়িত্বহীনের মতো কাজ করে। 

অনেকে আছে যারা এখনো পার্টি আয়োজন করে, মদ পান করে এবং মাস্ক না পরেই মানুষের ভিড়ে ঘুরে বেড়ায়।

প্রেসিডেন্ট সিরিল আরো বলেন, এসব পদক্ষেপ নেয়া হয়েছে দেশটিতে করোনা ঝড় নিয়ন্ত্রণে আনতে। তিন মাস মদ নিষিদ্ধ রাখার পর এক সপ্তাহ আগে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। কারণ ছিল মদ না খেতে পেরে আসক্তরা নানা সহিংসতা করছিল। কিন্তু নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরের সপ্তাহে আবারো দেশটিতে মদ বিক্রির ওপর বিধিনিষেধ দেয়া হলো।

বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন