পরিদর্শনকালে রেলমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

বিরল স্থলবন্দর আধুনিকায়নের কাজ দ্রুত শুরু হবে

বণিক বার্তা প্রতিনিধি দিনাজপুর

দিনাজপুরের বিরল স্থলবন্দরের বাংলাদেশী অংশে চার লেনের বাড়তি রেলপথ তৈরির প্রকল্পের সম্ভাব্যতা যাচাই-বাছাইসহ আধুনিকায়নের কাজ দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গতকাল প্রস্তাবিত স্থলবন্দর এলাকা পরিদর্শনকালে বিরল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশে এমনটি জানান রেলমন্ত্রী সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন

রেলমন্ত্রী বলেন, আমরা অবহেলিত উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সুবিধাসহ সব ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি বিরল পৌর মেয়র আলহাজ মো. সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বন্দরটি দ্রুত চালুর বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রেলমন্ত্রী নৌ-প্রতিমন্ত্রী

জানা যায়, ব্রিটিশ আমল এবং পরবর্তী সময়ে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন হয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পণ্য এবং যাত্রী পরিবহন করা হতো ২০০৫ সালে ভারতীয় এলাকায় রেলপথ ব্রড গ্রেজে রূপান্তর করা হলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল পরে লাভজনক ওই রেলপথে আবারো চার দেশীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ২৫ বছরের জন্য বিরল স্থলবন্দর লিমিটেড নামে একটি বেসরকারি অপারেটরের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় ২০০৬ সালে এজন্য অবকাঠামো তৈরিতে সাড়ে ১৭ একর জমি অধিগ্রহণ করা হয় কিন্তু বিভিন্ন জটিলতার কারণে ১৪ বছর পেরিয়ে গেলেও শুরু করা যায়নি বন্দরের কার্যক্রম তবে এরই মধ্যে হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে মিটার গেজ রেলপথ ডুয়াল গেজে রূপান্তরের পাশাপাশি আধুনিকায়ন করা হয়েছে রেলপথসহ বিভিন্ন স্টেশন জটিলতা কাটিয়ে অচিরেই এটি পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

এটি চালু হলে পশ্চিমবঙ্গের রাধিকাপুর হয়ে ভারত, নেপাল ভুটানের সঙ্গে চার দেশের মধ্যে রেলপথ এবং সড়কপথে সরাসরি পণ্য আমদানি-রফতানির পাশাপাশি যাত্রীও পরিবহন করা যাবে এতে সরকারি রাজস্ব আদায় এবং ভাড়া বাবদ রেলওয়ের আয় বৃদ্ধি ছাড়াও সময় এবং পণ্য পরিবহনে ব্যয় কমে আসবে বলে আশা সংশ্লিষ্টদের এছাড়া বিরল স্থলবন্দর চালু হলে ওই এলাকার অর্ধলাখের বেশি মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবে চার দেশের ব্যবসা-বাণিজ্য

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায় প্রমুখ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন