লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

তিনদিনের রিমান্ডে দুই আসামি

বণিক বার্তা প্রতিনিধি লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত দুই আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন লক্ষ্মীপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সিরাজউদ দৌলাহ কুতুবি।

গতকাল বিকালে রিমান্ড আদেশপত্রটি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর থানার ওসি একেএম আজিজুর রহমান। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলো অয়ন তার বন্ধু সুমন।

ওসি জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় অয়ন সুমন নামে দুজনকে ১৫ জুন গ্রেফতারের পর আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন। বিজ্ঞ আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে গতকাল দুপুরে আদালত থেকে রিমান্ড আদেশপত্র থানায় আসে।

তিনি আরো বলেন, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন জড়িতদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন