বিল অব এন্ট্রি দাখিল

সময়সীমা নির্ধারণের সংশোধনী বলবৎ না করার অনুরোধ চিটাগং চেম্বারের

দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম অর্থ বিল-২০২০- বিল অব এন্ট্রি দাখিলের সময়সীমা নির্ধারণ করে আনীত সংশোধনী বলবৎ না করার জন্য অর্থমন্ত্রী মুস্তফা কামালের প্রতি অনুরোধ জানিয়েছেন। গতকাল এক চিঠির মাধ্যমে আহ্বান জানান তিনি। চিঠিতে তিনি উল্লেখ করেন, অর্থ বিল-২০২০ তৃতীয় অধ্যায়ে দফা-১০-এর সংশোধন করা হয়েছে। এই সংশোধনী অনুযায়ী ওই অ্যাক্টের সেকশন ৭৯ এবং সাব-সেকশন (১এ), এরপর নতুন সাব-সেকশন (১বি) সন্নিবেশিত হইবে। অর্থবিলে বিষয়টি যুক্ত করার ফলে বন্দরে পণ্য পৌঁছানোর পাঁচ কর্মদিবসের মধ্যে বিল অব এন্ট্রি দাখিল করতে হবে, যা প্রকৃতপক্ষে সম্ভব হবে না; বরং আরো অনেক বেশি জটিলতার সৃষ্টি হবে।

বিষয়ে উপযুক্ত কারণ উল্লেখ করে বিল অব এন্টি দাখিলের জন্য পাঁচদিন সময় নির্ধারণ করে দেয়াটা যৌক্তিক নয় বলে মনে করে চিটাগং চেম্বার। দেশের আমদানি-বাণিজ্য নির্বিঘ্ন রাখা এবং কোনো ধরনের জটিলতা যাতে সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে উল্লিখিত সংশোধনী বলবৎ না করার জন্য অর্থমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।বিজ্ঞপ্তি  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন