সুরক্ষাসামগ্রীর অভাবে পাকিস্তানে চিকিৎসকদের বিক্ষোভ

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সুরক্ষাসামগ্রীর অভাবে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটার দুটি হাসপাতালের চিকিৎসকরা। খবর রয়টার্স।

সোমবার একই দাবিতে চিকিৎসকদের বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ আটকের মধ্যে বিক্ষোভ হয়। চলমান লকডাউনের মধ্যে যেকোনো ধরনের জনসমাবেশ করার নিষেধাজ্ঞা উপেক্ষা করে শত শত চিকিৎসক প্যারামেডিকস রাস্তায় নেমেছিলেন। দাঙ্গা পুলিশ অন্তত ৩০ জন চিকিৎসককে আটক করেছে বলে জানা গেছে। প্রতিবাদে গতকালও বিক্ষোভ করেছেন পাকিস্তানের দুটি হাসপাতালের চিকিৎসকরা।

হানিফ লুনি নামে চিকিৎসকদের একটি সংগঠনের নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা আমাদের চিকিৎসক প্যারামেডিকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করছি।

পাকিস্তানে প্রায় হাজার কভিড-১৯ সংক্রমণের খবর পাওয়া গেছে এবং এতে মারা গেছে ৫৪ জন। অনুন্নত বেলুচিস্তান প্রদেশে দুই শতাধিক সংক্রমণের ঘটনা ঘটেছে।

বেলুচিস্তানের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাক্তার ওয়াসিম বেগ বলেন, প্রদেশটিতে ১৪ জন চিকিৎসক ১০ জন স্বাস্থ্যকর্মী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন