ইউআইইউতে চতুর্থ টেকসই উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ, বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবেলা, নিরাপদ পানি ২১০০ সালের মধ্যে ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে করণীয়সহ ১৩৬টি গবেষণা পেপার উপস্থাপনের মধ্য দিয়ে সম্প্রতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউদুই দিনব্যাপী চতুর্থ টেকসই উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় ইউআইইউর ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইডিএসএস) প্রতি বছর ফেব্রুয়ারিতে সম্মেলনের আয়োজন করে

এবারের আয়োজনের সমাপনী অনুষ্ঠানের শুরুতেই আহ্বায়ক প্রফেসর . হামিদুল হক দুদিনের সম্মেলনের প্রধান প্রধান দিক তুলে ধরেন সমাপনী বক্তা হিসেবে বক্তব্য দেন আইইউবির আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন বিকাশ কেন্দ্রের পরিচালক . সালেমুল হক সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের চৌধুরী বান্সিলাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর রাজকুমার মিত্তাল সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) পরিচালক প্রফেসর . রিজওয়ান খান

এবারের সম্মেলনে মোট ১৬০টি গবেষণা পেপারের মধ্য থেকে ১৩৬টি গবেষণা পেপার নির্বাচিত হয় এতে ভারত, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা, বিদেশী মিশন, জাতীয় আন্তর্জাতিক এনজিও এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন