গুগলের পেরেন্ট অ্যালফাবেট এখন ট্রিলিয়ন ডলারের কোম্পানি

বণিক বার্তা অনলাইন

ওয়াল স্ট্রিটের অভিজাত ট্রিলিয়ন ডলার ক্লাবে নাম লেখাল গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট। গত বৃহস্পতিবার এ পুঁজিবাজারে অ্যালফাবেটের শেয়ার দর এ যাবতকালের সর্বোচ্চে পৌঁছায়। এক টানে কোম্পানির বাজারমূল্য গিয়ে দাঁড়ায় এক ট্রিলিয়ন ডলার বা এক লাখ কোটি ডলারে। খবর সিএনএন। 

এর মাধ্যমে ট্রিলিয়ন ডলার ক্লাবের অন্য সদস্য অ্যাপল ও মাইক্রোসফটের সঙ্গে যোগ হলো অ্যালফাবেটের নাম। অ্যাপল এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি কোম্পানি। এ প্রযুক্তি কোম্পানির বর্তমান বাজারমূল্য ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার, আর মাইক্রোসফটের মূল্য ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক সঙ্গে তিনটি কোম্পানি ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করার ঘটনা অভূতপূর্ব। 

তবে বর্তমানে বিশ্বে সবচেয়ে দামি কোম্পানি সৌদি আরবের রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানি সৌদি আরামকো। গত মাসে এ কোম্পানিও পুঁজিবাজারে তালিকভুক্ত হয়েছে। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অবমুক্তের সময় কোম্পানির ভ্যালুয়েশন করা হয় ২ ট্রিলিয়ন ডলার। বর্তমানে এর ভ্যালুয়েশন ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। 

এর আগে ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েও ধরে রাখতে পারেনি আরেক মার্কিন কোম্পানি অ্যামাজন। ই-কামার্স জায়ান্টটির বর্তমান বাজারমূল্য ৯৩০ বিলিয়ন ডলার। ২০১৮ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় মার্কিন কোম্পানি হিসেবে ট্রিলিয়ন ডলার ভ্যালুয়েশন ছুঁয়েছিল এটি। ওই সময় একমাত্র আপল এ মাইলফলক অতিক্রম করে।

চলতি বছরের শুরু থেকেই অবশ্য অ্যালফাবেটের শেয়ার উর্ধ্বমুখি প্রবণতায় রয়েছে। এরই মধ্যে এ কোম্পানির শেয়ার মূল্য ৮ শতাংশেরও বেশি বেড়েছে। 

এদিকে শি ও ট্রাম্পের চুক্তির ফলে চীন-মার্কিন বাণিজ্য বিরোধ প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় বিশেষ করে প্রযুক্তি খাত আবার চাঙা হতে শুরু করেছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন