এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে চাকরি দেয়া শীর্ষ টেক কোম্পানি

এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ক্যারিবীয় দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র গমনেচ্ছুদের কাছে এইচ-১বি ভিসা একটি স্বপ্নের নাম। ভিসার আওতায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেয় যুক্তরাষ্ট্র। তারা স্বপ্নের ভূখণ্ড যুক্তরাষ্ট্রে গিয়ে -১০ বছরের জন্য বৈধভাবে কাজে যুক্ত হতে পারেন। মূলত যুক্তরাষ্ট্রের টেক কোম্পানিগুলো ভিসার আওতায় সবচেয়ে বেশি বিদেশী কর্মী নেয়। তারা সফটওয়্যার ডেভেলপার, কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট, কম্পিউটার ইঞ্জিনিয়ারসহ নানা পদে কাজের সুযোগ পান। দীর্ঘদিন বসবাস কাজের অভিজ্ঞতা দেখিয়ে পরবর্তী সময়ে অনেকেই স্থায়ী বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেন। মার্কিন সরকারি ভাষ্যে, এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, টেক্সাস নিউইয়র্কের কোম্পানিগুলো সবচেয়ে বেশি বিদেশী কর্মী নিয়োগ দেয়। এইচ-১বি ভিসায় সবচেয়ে বেশি বিদেশী কর্মী নিয়োগ দেয়া মার্কিন টেক কোম্পানিগুলো নিয়ে ধারাবাহিক আয়োজনের আজ শেষ পর্ব


টাটা কনসালট্যান্সি সার্ভিস লিমিটেড


টাটা
কনসালট্যান্সি সার্ভিস লিমিটেড বা টিসিএস মুম্বাইভিত্তিক বহুজাতিক কোম্পানি হলেও যুক্তরাষ্ট্রসহ ৪৬টি দেশে এর কার্যক্রম পরিচালিত হয়। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ভারতের বিখ্যাত টাটা গ্রুপের প্রতিষ্ঠানটি গত বছর বিশ্বের বৃহত্তম আইটি কনসালট্যান্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফরচুন ইন্ডিয়া ৫০০ তালিকায় প্রতিষ্ঠানটি ১১তম অবস্থানে রয়েছে। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে শুরু করে আইটি অবকাঠামো সেবা প্রদান করে প্রতিষ্ঠানটি। চলতি বছরের প্রথমার্ধে টাটা কনসালট্যান্সি সার্ভিস লিমিটেড হাজার ৯০ কোটি ডলার রাজস্ব আয় করেছে। গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটিতে সব মিলিয়ে লাখ ৫০ হাজার ৭৩৭ জন কর্মরত ছিল। টিসিএসের যুক্তরাষ্ট্র অফিসে লক্ষাধিক কর্মী রয়েছে। তাদের অনেকেই এইচ-১বি ভিসা নিয়ে ভারত থেকে মার্কিন মুলুকে গেছেন। 


গুগল


বিশ্বের শীর্ষ চার টেক কোম্পানির একটি গুগল। মার্কিন বহুজাতিক কোম্পানি গুগল একাধারে ক্লাউড কম্পিউটিং, সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন পরিষেবা, সফটওয়্যার-হার্ডওয়্যার নির্মাণসহ নানা ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। ১৯৯৮ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় গুগলের যাত্রা শুরু। দুই দশকের বেশি সময়ের যাত্রাপথে প্রতিষ্ঠানটি আজ বৈশ্বিক টেক জায়ান্ট হিসেবে আত্মপ্রকাশ করেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) হিসাব অনুযায়ী, গুগলের কর্মীসংখ্যা লাখ ১৪ হাজার ৯৬ জন। তাদের মধ্যে প্রায় অর্ধেক এইচ-১বি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন। পরে তাদের অনেকে দেশটিতে স্থায়ী হয়েছেন। এমনকি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।


সিসকো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন