নাইজেরিয়ার বিদ্যুৎ খাতে এএফডিবির ২১ কোটি ডলার অনুদান

বণিক বার্তা ডেস্ক

নাইজেরিয়ার ট্রান্সমিশন কোম্পানিকে ২১ কোটি ডলার তহবিল দিয়েছে আফ্রিকার উন্নয়ন ব্যাংক (এএফডিবি) দেশটির দুর্দশাগ্রস্ত বৈদ্যুতিক খুঁটি বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো উন্নত করতে তহবিল দেয়া হয়েছে। খবর ব্লুমবার্গ।

পশ্চিম আফ্রিকার দেশটির বর্তমান বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো বেশ পুরনো। বিরাজমান অবকাঠামোর অধিকাংশ নির্মাণ করা হয় আশির দশকে। দেশটির কানু, কাদুনা, ডেল্টা, এডো, আনামব্রা, ইমো আবিয়া সাতটি রাজ্যের ট্রান্সমিশন গ্রিড উন্নত করতে তহবিল ব্যবহার করা হবে। তবে দেশটির খাতের জন্য ১৬০ কোটি ডলারের কর্মসূচি রয়েছে এএফডিবির।

প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুতের অপচয় রোধ হবে দেশটির দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত বিদ্যুৎ ট্রান্সমিশনের কার্যক্রম বাড়বে বলে জানিয়েছেন এএফডিবির জ্বালানি এবং বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট ওয়েল শনিব্যারে। এতে পশ্চিম আফ্রিকা অঞ্চলে বিদ্যুৎ রফতানি বাড়বে বলেও জানান তিনি। বিশেষত পশ্চিম আফ্রিকার দেশ নাইজার বেনিনের আন্তঃসংযোগ স্থলে বিদ্যুৎ রফতানি বাড়াতে অর্থায়ন সাহায্য করবে বলে জানান কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন