ভেজালমুক্ত গুড় ও পাটালি তৈরি করতে গাছিদের শপথ

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 ভেজালমুক্ত খেজুরের গুড়-পাটালি তৈরির শপথ নিয়েছেন যশোরের গাছিরা গতকাল দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে গাছি সমাবেশে ৬০ জন গাছি শপথ নেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ গাছিদের ভেজালমুক্ত গুড়-পাটালি তৈরির শপথবাক্য পাঠ করান খেজুরের গুড়-পাটালি অনলাইনে বিপণন প্রতিষ্ঠান কেনারহাট ডটকম গাছি সমাবেশের আয়োজন করে

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, যশোরের বিখ্যাত খেজুরের গুড়-পাটালির সারা দেশে সুনাম রয়েছে সেই সুযোগে আপনাদের মধ্যে অনেকে অধিক মুনাফা লাভের আশায় পাটালিতে চিনিসহ বিভিন্ন ভেজাল উপাদান মেশান খেজুর গুড় তৈরির মৌসুম শুরু হয়েছে ভেজালের অভিযোগ পেলেই অভিযান চালানো হবে ভেজালের সত্যতা পেলে যে টাকা জরিমানা করা হবে, তাতে লাভ-আসল দুটোই যাবে সুতরাং আপনারা যশোরের ঐতিহ্যবাহী গুড়-পাটালিতে কোনো ধরনের ভেজাল করবেন না

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেনারহাটের উদ্যোক্তাদের একজন তরিকুল ইসলাম অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আবু সুফিয়ান, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের একসপ বিভাগের হেড অব টেকনোলজি মো. সোহেল রানা, দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আয়ুব হোসেন, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন