‘প্রাচীন’ মুদ্রা নিয়ে প্রতারণা, গ্রেফতার ৯

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

 বগুড়ায় প্রাচীনকালের নকল মুদ্রা দেখিয়ে প্রতারণার অভিযোগে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৭টি ধাতব মুদ্রা তিনটি ধাতব স্মারক উদ্ধার করা হয় গত মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়

পুলিশ বলছে, প্রাচীনকালের নকল ধাতব মুদ্রা ধাতব পদার্থ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র

গতকাল দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক আসলাম আলী জানান, বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে থেকে লতিফপুর কলোনি এলাকার আজিজার রহমানকে গ্রেফতারে করা হয় এরপর ওই চক্রের অন্য সদস্য শিবগঞ্জের সারদীঘি গ্রামের রুহুল আমিন গাবতলীর তরফসরতাজ এলাকার আবু নাছেরকে গ্রেফতার করা হয় 

সময় তাদের কাছ থেকে একটি নকল ধাতব স্মারক উদ্ধার করা হয় চার কোনা গোলাকৃতি এসব স্মারকে প্রাচীন রাজদরবার, জাহাজ ঘোড়সওয়ারির ছবি দেয়া রয়েছে এটিকে কয়েক হাজার বছরের পুরনো পুরাকীর্তি হিসেবে বলে দেশ বিদেশে বিক্রির মাধ্যমে প্রতারণা করত চক্রটি প্রথমে তিনজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আরো নকল ধাবত মুদ্রা স্মারকের সন্ধান পায় ডিবি এরই পরিপ্রেক্ষিতে গাবতলী উপজেলার পদ্মপাড়া থেকে জহুরুল ইসলাম সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন