ফোল্ডিং স্মার্টফোনের নতুন ডিজাইন দেখাল স্যামসাং

টেকজগতে ফোল্ডিং ফোনের নবজাগরণ শুরু হয়েছে। এতে নেতৃত্বের আসনে রয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো ফোল্ডিং স্মার্টফোনের ডিজাইন উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ধরনের স্মার্টফোনের সর্বাধুনিক ডিজাইন সামনে এনেছে স্যামসাং। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্যামসাং ডেভেলপার কনফারেন্স ২০১৯- প্রদর্শিত ডিজাইনের স্মার্টফোন চার ভাগে ফোল্ড বা ভাঁজ করা সম্ভব। স্যামসাং মোবাইল কমিউনিকেশনের হেড অব আরঅ্যান্ডডি গ্রুপ হেইসন জেয়ং বলেন, ‘এটা ফোল্ডেবল প্রযুক্তির স্মার্টফোনের পথে অগ্রযাত্রায় নতুন একটি ধাপ।অ্যাপল হুয়াওয়ের তুলনায় সস্তায় ফাইভজি প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন গ্রাহকদের হাতে তুলে দেয়ার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে স্যামসাং।         সূত্র: সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন