অস্ট্রেলিয়ায় সংবাদপত্রগুলোর অভিনব প্রতিবাদ

বণিক বার্তা ডেস্ক

 অস্ট্রেলিয়ার শীর্ষ সংবাদপত্রগুলো গতকাল প্রথম পাতার শব্দ মুছে পত্রিকা প্রকাশ করে সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করে অস্ট্রেলিয়ায় আইন করার প্রতিবাদে অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছে তারা খবর বিবিসি

সংবাদপত্রগুলো প্রথম পাতার শব্দ কালো কালি দিয়ে মুছে পাশে সিক্রেট লেখা লাল সিল মেরে প্রকাশ করে জাতীয় নিরাপত্তা আইনকে লক্ষ্য করে প্রতিবাদ জানানো হয় দেশটির সাংবাদিকদের মতে, আইনের মাধ্যমে সংবাদপত্রের কণ্ঠ রোধ করা হয়েছে এবং অস্ট্রেলিয়ায় গোপনীয়তার সংস্কৃতি চালু করা হয়েছে তবে অস্ট্রেলিয়া সরকার দাবি করেছে, তারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে, তবে কেউই আইনের ঊর্ধ্বে নয়

গত জুনে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) নিউজ কর্প অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের বাড়িতে অভিযান চালায় পুলিশ, যা নিয়ে কঠোর সমালোচনার সৃষ্টি হয়

গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো দাবি করেছে, হুইসেলব্লোয়ারদের দেয়া তথ্যানুসারে প্রকাশিত প্রতিবেদনগুলোর জন্য অভিযান চালানো হয় এর মধ্যে একটি ছিল যুদ্ধাপরাধের অভিযোগের ব্যাপারে বিস্তারিত তথ্য আরেকটি ছিল অস্ট্রেলিয়ার নাগরিকদের ওপর সরকারি সংস্থার গুপ্তচরবৃত্তির চেষ্টার অভিযোগ নিয়ে

রাইট টু নো কোয়ালিশনের অধীনে সংবাদপত্রগুলোর প্রতিবাদে সমর্থন দিয়েছে দেশটির বেশ কয়েকটি টেলিভিশন রেডিও চ্যানেল এবং অনলাইন আউটলেট নিউজ কর্প অস্ট্রেলিয়ার নির্বাহী চেয়ারম্যান মাইকেল মিলার দি অস্ট্রেলিয়ান দ্য ডেইলি টেলিগ্রাফসহ বিভিন্ন পত্রিকার মাস্টহেডসহ প্রথম পাতার শব্দ কালি দিয়ে মুছে ফেলার ছবি টুইটারে প্রকাশ করেছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন