মো. তারিকুল আজম স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অস্থায়ী ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত হলেন মো. তারিকুল আজম। এর আগে তিনি একই ব্যাংকের এএমডির দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ব্যাংকের ৩১৮তম বোর্ডসভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত ব্যাংকের এমডি ও সিইও হিসেবে অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করছেন তিনি। ২০১৭ সালের নভেম্বরে স্ট্যান্ডার্ড ব্যাংকে এএমডি হিসেবে যোগদান করেন তিনি। দুই বছর অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে ব্যাংকের দায়িত্ব পালন করায় জ্যেষ্ঠতার ভিত্তিতে পরিচালনা পর্ষদ তাকে অস্থায়ী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেয়।

মো. তারিকুল আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন এবং ১৯৮০ সালে সোনালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের দীর্ঘ ২৬ বছর তিনি সোনালী ব্যাংকেই কর্মরত ছিলেন। ৩৯ বছরের বর্ণিল কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে; বিশেষত ক্রেডিট ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, লিগ্যাল অ্যাফেয়ার্স,    ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ও ট্রেজারিসহ অন্যান্য বিভাগের প্রধান হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে এএমডি হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন