নিজ থেকে মুছে যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ

বণিক বার্তা ডেস্ক

স্বয়ংক্রিয়ভাবে মেসেজ মুছে যাওয়ার একটি ফিচার আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ নতুন ফিচারটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠালে তা নির্দিষ্ট সময় পর নিজ থেকেই মুছে যাবে। সম্প্রতি অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে নতুন ফিচার যোগ করেছে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্মটি। হোয়াটসঅ্যাপ .১৯.২৭৫ বেটা সংস্করণে নতুন ফিচার দেখা গেছে। সূত্র গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।

ডব্লিউএবেটা ইনফো ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত হালনাগাদ হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে নতুন ফিচারটি আনা হয়েছে। গ্রাহক সংস্করণ উন্মোচন হলে সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছে যাবে।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের মাধ্যমে কোনো মেসেজ পাঠালে নির্দিষ্ট সময় পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। কত সময় পর পাঠানো মেসেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, তা ঠিক করতে পারবেন ব্যবহারকারী। নির্দিষ্ট সময় পর চ্যাট থেকে সে মেসেজ ডিলিট হয়ে যাবে।

টেলিগ্রাম এরই মধ্যে ধরনের মেসেজিং সুবিধা এনেছে। গ্রাহক টানতে এবার একই ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন