শনিবার থেকে ফের দলগুলোর সঙ্গে বসছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী শনিবার এ আলোচনা শুরু হবে। এতে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাও উপস্থিত থাকবেন। 

গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘এ আলোচনার মুখ্য বিষয় হবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে এবং দলগুলোর পরামর্শ নেয়া হবে।’

এবার কোন কোন দল আমন্ত্রণ পাবে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘সেটা প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলী নির্ধারণ করবে। আমি যতটুকু জানতে পেরেছি, প্রধান দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে।’

অধ্যাপক ইউনূস সংস্কারের লক্ষ্যে যে ছয়টি কমিশন গঠন করে দিয়েছেন, সেগুলোর ১ অক্টোবর কাজ শুরু করার কথা ছিল। এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘আশা করছি দুই-তিনদিনের মধ্যে কমিশনগুলো কাজ শুরু করবে। তাদের কাজ শুরুর বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ওপর নির্ভর করছে না। এরই মধ্যে কমিশন প্রধানরা কাজ শুরু করে দিয়েছেন। তাদের জন্য অফিস খোলা হচ্ছে। এখন যারা কমিশনের সদস্য হবেন, তাদের সঙ্গে আলোচনা চলছে, তাদের সম্মতির বিষয় রয়েছে।’

সরকারের বিভিন্ন সমালোচনা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘সরকারের সমালোচনা হবে, এটাই নিয়ম, এটা হতে হবে। আলোচনা-সমালোচনার মাধ্যমেই জনগণ সরকারের সঙ্গে সম্পৃক্ত হবেন— এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রথম বৈঠক করে ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের ছুটি থাকা না থাকার বিষয়ে। আলোচনার পর ছুটি বাতিলের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর আগস্টের শেষে হয় দ্বিতীয় দফার আলোচনা। সেখানে বেশির ভাগ দল প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে মত দেয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন