চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবি

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলনরতদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ ছবি: নিজস্ব আলোকচিত্রী

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেলে আন্দোলনকারীরা বাধার মুখে পড়েন। এদিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়ে একটি কমিটি গঠন করেছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকালে রাজধানীর শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যান। সেখানে গেলে তারা পুলিশের বাধার মুখে পড়েন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। তবে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা যমুনার সামনে অবস্থান নেন।

দেলোয়ার হোসেন সম্রাট নামের এক আন্দোলনকারী বলেন, ‘শাহবাগ থেকে মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে যমুনার সামনে আসি। আসার পরই পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল মারে। এতে আমাদের কয়েকজন আহতও হয়। তার পর থেকে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করে আন্দোলন করছি।’

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. ইসরাইল হাওলাদার বণিক বার্তাকে বলেন, ‘প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা-সমাবেশ করার বিষয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে অবস্থান নিলে বাধা দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

এদিকে বেলা সাড়ে ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া কারো সঙ্গে তারা আলোচনা করতে চান না। সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। পরে সন্ধ্যায় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাস ভবনে যায়। বৈঠক শেষে রাত ৮টার পর আন্দোলনকারীদের পক্ষে রাসেল আল মাহমুদ বলেন, ‘প্রধান উপদেষ্টা ক্লান্ত থাকায় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আগামীকাল আমাদের একটি প্রতিনিধি দল দাবি বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে।’

এদিকে বয়সসীমা বৃদ্ধির বিষয়ে গঠিত কমিটির প্রধান করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হবেন কমিটির সদস্য সচিব। সাতদিনের মধ্যে সুপারিশসংবলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। কমিটির আহ্বায়ক প্রয়োজন অনুযায়ী সদস্য যুক্ত করতে পারবেন। 

ক্ষমতার পালাবদলের পর নানা দাবিতে বিভিন্ন পক্ষের দফায় দফায় আন্দোলনের প্রেক্ষাপটে গত ২৫ আগস্ট গণবিজ্ঞপ্তি দিয়ে সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশে সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন