বিআইআইএসএসের সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা

এসডিজিতে পর্যটনের ভূমিকা বাড়াতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘বৈশ্বিক জিডিপিতে এক-চতুর্থাংশ অবদান আছে পর্যটন শিল্পের। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৪, ৮ ও ১২ নং অভীষ্ট অর্জনে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দারিদ্র্য ও লিঙ্গবৈষম্য দূরীকরণ এবং পরিবেশ রক্ষায়ও পর্যটনের ভূমিকা আছে। এসডিজি অর্জনে বাংলাদেশী পর্যটনের ভূমিকা বাড়াতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। একই সঙ্গে এ খাতে অধিক পরিমাণ বেসরকারি বিনিয়োগ ও অর্থপ্রবাহ প্রয়োজন।’

গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। ‘এসডিজি অর্জনের জন্য পর্যটন: বাংলাদেশের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে বিআইআইএসএস।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের একটি অনন্য প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক শক্তির পাশাপাশি অনন্য ভৌগোলিক চরিত্র, জলবায়ু ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্য আছে। এসব উপাদান কাজে লাগিয়ে বাংলাদেশকে খুব সহজেই পর্যটন আকর্ষণ কেন্দ্রে পরিণত করা যায়। তবে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দুর্বলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, অপর্যাপ্ত ব্র্যান্ডিং, অবকাঠামোগত উন্নয়নে স্বল্প বিনিয়োগ বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করেছে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন