হাসান নাসরাল্লাহর পর নিহত হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডার

বণিক বার্তা অনলাইন

ছবি- আনাদোলু

হাসান নাসারাল্লাহর পর এবার হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানোর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এর আগে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর গোয়েন্দা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে ওই হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়েছে, একটি বিভাগের প্রধান হিসেবে উত্তর সীমান্তে এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্বে ছিলেন ইয়াসিন।

গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের আন্তঃসীমান্ত যুদ্ধ চলছে।

সম্প্রতি ইসারয়েল লেবাননে বড় আকারের বিমান হামলা শুরু করেছে। এতে কয়েকশ বেসামরিক লোককে হত্যা করেছে, বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন