কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা— ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ছবি- বণিক বার্তা

কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাঈনুল হাসান। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) পল্টন আউটার স্টেডিয়াম মাঠে 'ওয়ালটন-ক্র‍্যাব ক্রীড়া উৎসব-২০২৪' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী কারামুক্ত হয়েছে। তাদের বিষয়ে সার্বিক খোঁজ খবর রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন করে কোনো অপরাধে সম্পৃক্ত হচ্ছে কি না সে বিষয়ে সার্বিক নজরদারি রয়েছে। এমন কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, এখনো যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। জেনেভা ক্যাম্প অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অপরাধী গ্রেফতার হয়েছে। রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন