নাট্য নির্মাতা রিংকু কারাগারে, জামিন নামঞ্জুর

ফিচার প্রতিবেদক

ছবি: সংগৃহীত

নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে গুলশান থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে।

পরে আদালতে রিংকুর আইনজীবী জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে আগামী বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) শুনানির জন্য দিন ধার্য করেন।

রিংকুর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে দ্রুত মুক্তির দাবি করেন নাট্যজগতের সহকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ছোট পর্দার অনেক তারকাও এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন।

রাফাত মজুমদার রিংকু একজন জনপ্রিয় নাট্য নির্মাতা। তার নির্মিত নাটকের সংখ্যা দেড় শতাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙ্গর, রিকশা গার্ল প্রভৃতি। রিংকু তার সৃজনশীল কাজের জন্য দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন