আইজিপির সঙ্গে ইউএনওডিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

ছবি: পুলিশ সদর দপ্তর

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দফতরের (ইউএনওডিসি) এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএনওডিসি সাউথ এশিয়া রিপ্রেজেনটেটিভ মার্কো টেইক্সেইরা।

সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতার জন্য ইউএনওডিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, ট্রান্সন্যাশনাল ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, সাইবার ক্রাইম, উগ্রবাদ, মানব পাচার, ফিন্যান্সিয়াল ক্রাইম, মাদক, তথ্য আদান-প্রদান, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে ইউএনওডিসির সহযোগিতা অব্যাহত থাকবে বলে আইজিপি আশা প্রকাশ করেন।

প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন