এফএসআইবির এএমডি হলেন আবু রেজা মো. ইয়াহিয়া

ছবি : বিজ্ঞপ্তি থেকে

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিতে এএমডি হিসেবে যোগ দিয়েছেন আবু রেজা মো. ইয়াহিয়া। আগে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকে এএমডি ও ইসলামী ব্যাংক বাংলাদেশে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবু রেজা মো. ইয়াহিয়া দায়িত্বকালে কোম্পানি সেক্রেটারি, ক্যামেলকো ও চিফ ল অফিসার হিসেবেও কাজ করেছেন। দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে তিনি এ দুই ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং ডিভিশন, ডেভেলপমেন্ট উইং, রিটেইল ইনভেস্টমেন্ট উইং ও লিগ্যাল বিভাগে পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন। 

আবু রেজা মো. ইয়াহিয়া ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনেরও সদস্য।

পেশাগত প্রয়োজনে আবু রেজা মো. ইয়াহিয়া যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তার লেখা গ্রন্থ ‘টেকসই ব্যাংকিং’, ‘দি আর্ট অব হ্যাপি লাইফ’ ও ‘ফিটনেসের সাতকাহন’ এরই মধ্যে পাঠক মহলে সমাদৃত হয়েছে। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন