পুনরায় রুশ লোহা ও ইস্পাত আমদানি শুরু স্পেনের

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ স্পেন রাশিয়া থেকে ইস্পাত ও লোহা আমদানি আবার শুরু করেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি।

স্পেন গত বছরের ডিসেম্বরে রাশিয়া থেকে ধাতু কেনাকাটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু চলতি বছরের এপ্রিলে আমদানি পুনরায় শুরু করেছে। আরআইএ নভোস্তির পাওয়া পরিসংখ্যান বিশ্লেষণ অনুসারে, পুনরায় আমদানি শুরুর পর এ পর্যন্ত রাশিয়া থেকে স্পেন ৮০ লাখ ইউরো (৮৫ লাখ ৭০ হাজার ডলার) মূল্যের ২১ হাজার ৩০০ টন রাশিয়ান লোহা ও ইস্পাত আমদানি করেছে।

এ হিসাবে রাশিয়া থেকে স্পেনের অ্যালুমিনিয়াম আমদানি আগের তুলনায় ৫০ শতাংশ বেড়ে ১ কোটি ৩০ লাখ ইউরোয় দাঁড়িয়েছে।

এর আগে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইইউ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হালকা ধাতু উৎপাদনকারী দেশটি থেকে লোহা ও ইস্পাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন