আক্রমণাত্মক ক্রিকেট খেলে নেপালকে হারাতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ছবি: বিসিবি
Default Image

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বারের মতো নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ১০ বছর আগে চট্টগ্রামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছিল স্বাগতিকরা। দীর্ঘ বিরতির পর আবার বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে। সোমবার ভোর সাড়ে ৫টায় বিশ্বকাপে ‘ডি’ গ্রুপ ম্যাচে মুখোমুখি উপমহাদেশের দুই দল। এই ম্যাচ থেকে ন্যূনতম এক পয়েন্ট চাই বাংলাদেশের। এই ম্যাচে নেপালের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলে জিততে চায় টাইগাররা।

 

দুই ম্যাচ জিতলেও বাংলাদেশের সুপার এইটের টিকিট এখনো নিশ্চিত হয়নি। এ কারণেই নেপাল ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেন্ট ভিনসেন্টে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই করে মাত্র ১ রানে হেরে নেপাল বিদায় নিয়েছে। এখন ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটের ওঠার রেসে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডস, যারা আজ সকাল সাড়ে ৬টায় শ্রীলংকার মুখোমুখি হবে।

 

নেপালের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথা জানালেন বাংলাদেশের পেস বোলার তানজিম হাসান সাকিব। সেন্ট ভিনসেন্টে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তানজিম। ডানহাতি পেসার বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট দল, বড় দল বলে কিছু নেই। প্রত্যেককে সমানভাবে দেখার চেষ্টা করি। মাত্র ২০ ওভারের খেলা। কখন মোমেন্টাম বদলে যায় কেউ বলতে পারে না। আমরা প্রত্যেক দলকেই সমানভাবে দেখার চেষ্টা করি। প্রতিপক্ষ যে-ই হোক একইভাবে খেলার চেষ্টা করব। আমাদের রক্ষণাত্মক মনোভাব নেই, ইতিবাচক থাকছি। আমরা আগের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলব। নেপাল ভালো খেলেছে, প্রশংসা করছি তাদের। তবে আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’

 

সুপার এইটে যেতে হলে নেপালের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে— এটাকে কোনো বাড়তি চাপ হিসেবে দেখছেন না তানজিম। তিনি বলেন, ‘এটা মোটেও চাপের কিছু না। আমরা আমাদের শতভাগ দেব। সেরাটা চেষ্টা করব। প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলি। এই ম্যাচও জেতার জন্য খেলব। আগের ম্যাচে যারা রান করেনি আশা করি এই ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা চেষ্টা করব উইকেট টু উইকেট বল করার আর সুপার এইটের আত্মবিশ্বাস কুড়িয়ে নেয়ার। এদিকেই মনোযোগ থাকবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন