কোনো যাত্রী বেঁচে নেই

মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

বণিক বার্তা অনলাইন

ভাইস-প্রেসিডেন্ট সাওলোস চিলিমা

পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস-প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়ায় গেছে। উড়োজাহাজের কোনো যাত্রী বেঁচে নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা।

গতকাল সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যাওয়ার পর উড়োজাহাজ ‘রাডারের বাইরে চলে যায়’। ভাইস প্রেসিডেন্ট ছাড়াও উড়োজাহাজটিতে আরো ৯ জন অরোহী ছিলেন। তারা সবাই দেশটির সাবেক একজন মন্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিলেন। 

আজ মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট লাজারাস বলেন, তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। উড়োজাহাজটি পাওয়া গেছে। উদ্ধারকারী দল উড়োজাহাজটিকে পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় পেয়েছে। সেখানে কেউ বেঁচে নেই। এটি ভয়াবহ ট্র্যাজেডি।

এর আগে প্রেসিডেন্ট চাকভেরা তার বাহামাস সফরে যাওয়ার ফ্লাইট বাতিল করেন। সোমবার সন্ধ্যায় ওই সফরে তার রওনা হওয়ার কথা ছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন