পাওয়ার অ্যান্ড পলিটিক্স পিছিয়ে পড়া মানুষের পক্ষে যাচ্ছে না: সিপিডি

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত

দেশের পাওয়ার অ্যান্ড পলিটিক্স পিছিয়ে পড়া মানুষের পক্ষে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার (১০ জুন)  বাজেট বিষয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন। 

ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে জাতীয় বাজেট ২০২৪-২৫ ও বিরাজমান পরিস্থিতি: অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি শীর্ষক এ ব্রিফিংয়ের আয়োজন করে সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।

দেবপ্রিয় বলেন, বাজেট প্রণয়নে পেশাদারত্ব কমেছে। নীতি কৌশল আসেনি। নীতি নেতৃত্বে ঘাটতি রয়েছে। স্থিতিশীলতার বিষয় কোনো খবর নেই। সুরক্ষা এবং সংস্কারের বিষয়ে কোনো ইঙ্গিত নেই। 

তিনি বলেন, বাজেট ঘোষণায় পাঁচটি বিষয়ের ব্যত্যয় ঘটেছে। রাজনৈতিক ইশতেহারের বরখেলাপ হয়েছে। প্রেক্ষিত আলোচনা মেলেনি। অষ্টম পঞ্চম বার্ষিক পরিকল্পনার বিষয়ে কোনো কথা আসেনি। নীতিতে বাজেট অঙ্গীকারের সঙ্গে বরাদ্দের মিল নেই। বরাদ্দের সঙ্গে বাস্তবায়নের বৈপরীত্য রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন