নাবলুসে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেটেলাররা

বণিক বার্তা অনলাইন

ছবি: এক্স

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেটেলাররা। এসময় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও গাছ কেটে ফেলা হয়েছে। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এ অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী ও সেটেলারদের হামলার ঘটনা বেড়েছে। খবর আল জাজিরা।

টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৬ জুন)। ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর পাথর ছুঁড়ে মেরেছে সেটেলাররা। এসময় একটি বাড়ি পুড়িয়ে দেয়ার চেষ্টা করেছে। বেশ কিছু জলপাই ও সাইট্রাস গাছ কেটে ফেলা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বেতার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী নিজেদের রক্ষা করতে গিয়ে ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে। এতে দুজন আহত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও সেটেলারদের হামলায় শুধু পশ্চিম তীরে কমপক্ষে ৫৩১ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ২০০ জনেরও বেশি আহত হয়েছে। এর পাশাপাশি সম্পত্তি এবং কৃষিজমি ধ্বংস করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন