দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে শিখুন— দুদক কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ছবি— বণিক বার্তা।

দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেছেন, দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও ঘুষখোরদেরই আমরা বেশি সম্মান করি। এতে তারা দুর্নীতি-অনিয়মে আরো উৎসাহ পায়। বিশ্বের অন্য কোথাও এমন নেই। জনগণকে এদেশের মালিকানা দেয়া হয়েছে। তাই আপনারা যারা সাধারণ জনগণ, তারা দুর্নীতিবাজকে সরাসরি দুর্নীতিবাজ বলতে শিখুন।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যারা দুর্নীতি করি, তারা বেশি বেশি কথা বলি, বিভিন্নজনকে উপদেশ দেই। এজন্য আমাদের কথা কেউ শোনে না।

গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মাহমুদুল হক।

গণশুনানিতে দুদক কমিশনার আরো বলেন, নারায়ণগঞ্জ ধনী এলাকা, এখানে প্রভাবশালীর সংখ্যা বেশি। আর প্রভাবশালীরাই বেশি দুর্নীতি করেন। এখানে যারা অভিযোগ দেবেন তাদের যেন কোনো প্রকার হয়রানি করা না হয়। আপনাদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দুদকের। প্রতিটি অভিযোগের বিষয়ে দুদকের জেলা কার্যালয় যেন অত্যন্ত কঠোর থাকে।

গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আকতার হোসেন এবং পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন