চাঁদের দুর্গম অংশে অবতরণ করেছে চীনের চন্দ্রযান

ছবি : সিনহুয়া

চাঁদের দূরবর্তী ও দুর্গম অঞ্চলে অবতরণ করেছে চীনের মনুষ্যবিহীন চন্দ্রযান। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানায়, গতকাল সকাল ৬টা ২৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরু-এইটকেন অববাহিকায় অবতরণ করে চ্যাংই-৬। চীন সরকার জানিয়েছে, মহাকাশযানটি এমন এক অনাবিষ্কৃত জায়গায় অবতরণ করেছে, যেখানে আগে কেউ যাওয়ার চেষ্টা করেনি। জায়গাটি ‘সাউথ পোল এইটকেন বেসিন’ নামে পরিচিত। ধারণা করা হয়, চাঁদ গঠিত হওয়ার শুরুর দিকে বিরাট কোনো সংঘর্ষের ফলে সেখানে বিশাল গর্ত তৈরি হয়েছিল। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ সফল অবতরণের ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছে। খবর ও ছবি সিনহুয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন