বেনজীর দেশে আছেন কিনা জানি না —স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দেশে আছেন না বিদেশ চলে গেছেন, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে গতকাল আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি এখনো সঠিক জানি না, তিনি আছেন নাকি চলে গেছেন। আমাকে জেনে কথা বলতে হবে।’

মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

দুর্নীতির অভিযোগ ওঠায় বেনজীর আহমেদ দেশ ছেড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। কোনো ব্যক্তি যদি কিছু করে থাকে, তার দায় প্রতিষ্ঠান নেয় না। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন-সম্পদ কুক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী বিধান রয়েছে, বিচার হবে। সেখানে আমাদের কিছু বলার নেই।’

বেনজীর প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে আমরা এখনো নিষেধাজ্ঞা দিইনি। আসলে তিনি কতটুকু সম্পদ করেছেন কিংবা পাচার করেছে এ ব্যাপারে আমাদের হাতে কোনো প্রমাণ নাই। এ নিয়ে তদন্ত চলছে। তদন্তে যদি প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন