কমল আকরিক লোহার দাম

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম কমেছে। শীর্ষ ভোক্তা দেশ চীনে নিম্নমুখী চাহিদা ধাতুটির দাম কমার পেছনে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৪২ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৮৬৭ দশমিক ৫ ইউয়ানে (১১৯ ডলার ৮০ সেন্ট)।

তবে সিঙ্গাপুর এক্সচেঞ্জে জুলাইয়ে সরবরাহ চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। এদিন এ বাজারে ধাতুটির দাম দশমিক ১৫ শতাংশ বেড়ে টনপ্রতি ১১৫ ডলার ৮ সেন্ট হয়েছে।

ইস্পাত উৎপাদনের অন্যতম উপকরণ আকরিক লোহা। সম্প্রতি চীনে এ ধাতব পণ্যের আমদানি কমেছে।

এদিকে ডিসিইতে ইস্পাত তৈরির অন্যান্য উপাদানের দামও কমেছে। গতকাল কোকিং কয়লার দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে টনপ্রতি ১ হাজার ৬৮৬ দশমিক ৫ ইউয়ানে (২৩২ ডলার ৯১ সেন্ট) নেমেছে। কোকের দাম কমেছে ৩ দশমিক ২৯ শতাংশ। এর টনপ্রতি মূল্য ২ হাজার ২৮৯ দশমিক ৫ ইউয়ান (৩১৬ ডলার ১৮ সেন্ট)।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন