এখনই অবসর নয়, আরো একটি বিশ্বকাপ খেলতে চাই : সাকিব

বণিক বার্তা অনলাইন

সংগৃহীত
Default Image

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা মুখ সাকিব আল হাসান। কেবল বাংলাদেশেই নয়, বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের তালিকায় দীর্ঘ ক্যারিয়ারে নিজের জাত চিনিয়েছেন। ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে বিভিন্ন সময়ে ছড়িয়েছে নানা গুঞ্জন।তবে বিসিবির প্রকাশিত ভিডিওতে আজ শুক্রবার নিজের অবসর, বিশ্বকাপে লক্ষ্য নিয়ে কথা বলেছেন সাকিব।

সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে।’

এদিকে ৮ টি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নবম আসরে খেলতে চলেছেন সাকিব। এর আগে জানিয়েছেন, এখানেই থামতে চান না তিনি। সম্ভব হলে খেলবেন আরও একটি আসরে। তিনি বলেন, ‘আশা করব আরো একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’

এবারের বিশ্বকাপে সাকিবের লক্ষ্য কি থাকবে এমন এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না। একটি জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন