সাবেক আইজিপি বেনজীর আহমেদের আরো ১১৯ সম্পদ জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা রাজধানীর গুলশানের চারটি ফ্ল্যাটসহ ১১৯টি স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। আদেশ দিয়েছেন তাদের নামে বিভিন্ন কোম্পানিতে থাকা শেয়ার অবরুদ্ধ করারও। গতকাল ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদক কর্তৃক অনুসন্ধান টিম গঠিত হয়েছে। সেই টিম বেনজীরের জ্ঞাত আয়-বহির্ভূত সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে। সেই তথ্য অনুসারে, ৮৩টি দলিলের ক্রয়কৃত সম্পত্তি ক্রোক করা হয় ২৩ মে। সেই সঙ্গে ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ও তার সিকিউরিটিজের টাকা অবরুদ্ধ করা হয়। এর মধ্যে আরো সম্পদের তথ্য আদালতে এসেছে। বেনজীর আহমেদ, তার স্ত্রীর ও মেয়েদের নামে থাকা আরো ১১৯টি স্থাবর ও অস্থাবর সম্পত্তির মধ্যে রাজধানীর গুলশানে চারটি ফ্ল্যাটবাড়ি ও সাভারে একটি জমি রয়েছে। বাকি ১১৪টি সম্পত্তি রয়েছে মাদারীপুর জেলায়।’

মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, ‘সোনালী ব্যাংকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, বেনজীর আহমেদ ও তার মেয়ের নামে থাকা তিনটি বিও অ্যাকাউন্ট ও চারটি কোম্পানির (যার সব শেয়ারের মালিক তারা) শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি ১৫টা কোম্পানিতে তাদের আংশিক মালিক বা শেয়ার আছে; সেসব প্রতিষ্ঠানে তাদের সম্পদের অংশ অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া স্থাবর সম্পদগুলো ক্রোক করা হয়েছে। আরো সম্পদ পাওয়া গেলে সেগুলো আমরা ক্রোক করব।’

এর আগে গত বৃহস্পতিবার বেনজীর আহমেদের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত, যার মধ্যে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৩৪৫ বিঘা জমিও রয়েছে। একই সঙ্গে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন