এমপি আজীম হত্যা

তথ্য সংগ্রহে ভারতে যাচ্ছে ডিবির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় তথ্য সংগ্রহ করতে ভারতে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি প্রতিনিধি দল। রাজধানীর মিন্টো রোডের ডিবি পুলিশের কার্যালয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। এ সময় মামলাটির তদন্তকারী ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার আব্দুল আহাদসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

ডিবি-প্রধান হারুন অর রশীদ বলেন, ‘সংসদ সদস্য আজীম হত্যার ঘটনা তদন্তে এরই মধ্যে ঢাকায় ঘুরে গেছেন ভারতীয় তদন্ত দলের চার সদস্য। বাংলাদেশে গ্রেফতার হওয়া তিন আসামিকে তারা ৩ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে ডিবির একটি প্রতিনিধি দল কলকাতায় যাবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।’

এমপি আজীমকে চেতনানাশক প্রয়োগ করা হয়েছিল জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘খুনিরা চেয়েছিল কলকাতার সেই ফ্ল্যাটে নিয়ে তাকে দুদিন রেখে ব্ল্যাকমেইল করে কিছু টাকা আদায় করতে। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের কারণে এমপি আনারের মৃত্যু হওয়ায় তাদের সে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।’

গত জাতীয় নির্বাচনের আগেও সংসদ সদস্য আজীমকে হত্যার চেষ্টা করা হয়েছিল জানিয়ে ডিবি-প্রধান বলেন, ‘গত জাতীয় নির্বাচনের আগে এবং চলতি বছরের জানুয়ারিতে দুই দফায় তাকে খুনের পরিকল্পনা করা হয়। তাতে ব্যর্থ হয়ে তৃতীয়বারের পরিকল্পনায় কলকাতায় তাকে খুন করা হয়। এরপর খুনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংসদ সদস্যের মুঠোফোন নিয়ে বিভিন্ন স্থানে গিয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা চালায়। তবে এ হত্যাকাণ্ড নিয়ে অনেক কিছু জানা গেলেও এখন পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। যদিও এরই মধ্যে ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে চোরাচালান, স্বর্ণের চালান ভাগাভাগির ২০০ কোটি টাকা নিয়ে দ্বন্দ্বসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। তবে এসবের কোনোটিই এখনো সুনির্দিষ্ট নয়।’

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ১১ মে ভারতে যান। প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে গিয়ে ওঠেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন। এরপর বুধবার সকালে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন