২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক

এনভিডিয়ার আয়ের লক্ষ্য ২ হাজার ৮০০ কোটি ডলার

বণিক বার্তা ডেস্ক

ক্যালিফোর্নিয়ায় এনভিডিয়ার সদর দপ্তর ছবি: রয়টার্স

২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে হাজার ৮০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া। প্রথম প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশকে কেন্দ্র করে লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে কোম্পানিটি। খবর টেলিকম লিড।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) জানায়, ২০২৭ সালের মধ্যে এআই সফটওয়্যারের বাজার ২৫ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। এছাড়া জেনারেটিভ এআই প্লাটফর্ম অ্যাপগুলো একই সময়ের মধ্যে হাজার ৫৭০ কোটি ডলার আয় করবে বলেও জানা গেছে।

এনভিডিয়ার প্রত্যাশা, ভিডিও তৈরি থেকে শুরু করে মানুষের কণ্ঠস্বর অনুকরণে সক্ষম এআই মডেলগুলো কোম্পানির গ্র্যাফিকস প্রসেসরের চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এআই সিস্টেমগুলোকে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি পরিচালনার জন্য অধিক কম্পিউটিং সক্ষমতার প্রয়োজন। আর এজন্য এনভিডিয়ার এইচ২০০-এর মতো চিপের চাহিদা বাড়ছে। জিপিটি ফোরওতে এইচ২০০ চিপ ব্যবহার করেছে ওপেনএআই।

গুগলের ডিপমাইন্ড থেকে শুরু করে মেটা এনভিডিয়ার অন্যতম বড় গ্রাহক। দুই কোম্পানিও নিজস্ব এআই-নির্ভর ছবি ভিডিও তৈরির প্লাটফর্ম চালু করেছে। বর্তমানে এনভিডিয়া অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), গুগল ক্লাউড, মাইক্রোসফট ওরাকলের সঙ্গে অ্যাডভান্সড জেনারেটিভ এআই উদ্ভাবন নিয়ে কাজ করছে।

প্রথম প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের সময় এনভিডিয়ার ফাইন্যান্স প্রধান কোলেট ক্রেস বলেন, ‘স্বয়ংক্রিয় চালক ব্যবস্থা কার্যকরে কাজ করছে মার্কিন ইভি নির্মাতা টেসলা। লক্ষ্যে এআইয়ের প্রশিক্ষণে ৩৫ হাজারের বেশি এইচ১০০এস চিপ ব্যবহার করেছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষকদের মতে, চলতি বছর অটোমোটিভ বা গাড়ি নির্মাণ শিল্প এনভিডিয়ার ডাটা সেন্টার ব্যবসা বিস্তারে বড় ভূমিকা পালন করবে। অন্যদিকে এনভিডিয়ার গ্রাহক মেটা গত মাসে চলতি বছরের জন্য কোম্পানির ব্যয় পূর্বাভাস সংশোধন করে ৪০০ কোটি ডলারে উন্নীত করেছে। বিশ্লেষকদের সঙ্গে কথা বলার সময় এনভিডিয়া সিইও জেনসেন চলতি প্রান্তিকেই ব্ল্যাকওয়েল এআই চিপ আনার কথা জানিয়েছে।

২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে, এনভিডিয়া হাজার ৬০০ কোটি ডলার আয় করেছে, যা আগের বছরের তুলনায় ২৬২ শতাংশ বেশি। অন্যদিকে ডাটা সেন্টার খাতে কোম্পানিটি হাজার ২৬০ কোটি ডলার আয় করেছে, যা আগের প্রান্তিকের তুলনায় ২৩ শতাংশ আগের বছরের তুলনায় ৪২৭ শতাংশ বেশি। সার্বিকভাবে প্রবৃদ্ধি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের প্রশিক্ষণ, ইঞ্জিন রিকমেন্ডেশন জেনারেটিভ এআই অ্যাপলিকেশনের উন্নয়নে এনভিডিয়ার হপার গ্র্যাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) চাহিদা বৃদ্ধির বিষয়টিকে চিহ্নিত করে।

ইনফিনিব্যান্ড সলিউশনসের শক্ত প্রবৃদ্ধির কারণে প্রথম প্রান্তিকে নেটওয়ার্কিং খাতে এনভিডিয়া ৩২০ কোটি ডলার আয় করেছে, যা আগের বছরের তুলনায় ২৪২ শতাংশ বেশি। গেমিং এআই পিসি থেকে এনভিডিয়ার আয় হয়েছে ২৬০ কোটি ডলার, আগের প্রান্তিকের তুলনায় যা শতাংশ কম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন