আজ ঢাকায় ভক্তদের সঙ্গে দেখা করবেন বুরাক ওসজিভিত

ছবি : বণিক বার্তা

‘কুরুলুস ওসমান’-খ্যাত তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক এখন ঢাকায়। শুক্রবার ঢাকার মাটিতে পা রাখেন অভিনেতা বুরাক ওসজিভিত। তিনি রাজধানীর একটি হোটেলে অবস্থান করছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বুরাক জানিয়েছেন, আজ বিকালে ঢাকার ভক্তদের সঙ্গে দেখা হবে তার। বাংলায় ডাবিং করা সিরিজ ‘কুরুলুস ওসমান’ ও ‘সুলতান সুলেমান’-এর মাধ্যমে বাংলাদেশী ভক্তদের নজর কেড়েছেন এ অভিনেতা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন