অ্যানিমেলকে টপকে গেল লাপাতা লেডিস

ছবি: নেটফ্লিক্স

দর্শক কী দেখতে চান তা এখন আর বোঝা যায় না। গত বছর অ্যানিমেল দেখেছে বহু দর্শক। লাপাতা লেডিস দেখতেও তাদের আপত্তি নেই। বরং ওটিটিতে অ্যানিমেলকে টপকে গেছে লাপাতা লেডিস। নেটফ্লিক্সে সিনেমাটি ১ কোটি ৩৮ লাখ ভিউ পেয়েছে। ভাঙ্গার অ্যানিমেল নেটফ্লিক্সে মুক্তির তিন সপ্তাহে পেয়েছিল ১ কোটি ৩৬ লাখ ভিউ। এবার কিরণের সঙ্গে বাক্‌যুদ্ধে মাতবেন হয়তো ভাঙ্গা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন