সাতক্ষীরায় ট্রাক উল্টে দুই কৃষি শ্রমিক নিহত

বণিক বার্তা প্রতিনিধি, সাতক্ষীরা

ছবি: বণিক বার্তা

সাতক্ষীরার তালা পাইকগাছা সড়কে ধান বোঝাই ট্রাক উল্টে দুই কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১২ শ্রমিক। আজ শনিবার (১৮ মে) ভোরে সড়কের হরিশচন্দ্রকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের সাইদুল ইসলাম (৩৮) ও একই উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের মনিরুল ইসলাম (৩০)।

আহত শ্রমিক জাহিদুল ইসলাম জানান, তারা গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিলেন। কাজ শেষে পারিশ্রমিক হিসেবে পাওয়া ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে হরিশচন্দ্রকাটি এলাকায় পৌঁছালে ধান বোঝাই ট্রাকটি নিয়ন্ত্র হারিয়ে উল্টে যায়। এতে ধানের বস্তা চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সড়কের দুই ধারে রাস্তা সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানাননিহতদের মরদে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন