আট মাসের বেতনের সমপরিমাণ বোনাস দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইনস

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

রেকর্ড মুনাফা অর্জনের পর কর্মীদের বড় অংকের বোনাস দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইনস (এসআইএ)। এ বোনাসের পরিমাণ কর্মীদের আট মাসের বেতনের সমান। টানা দ্বিতীয়বারের মতো মুনাফা অর্জনের রেকর্ড গড়ায় কর্মীদের এমন প্রণোদনা দিতে যাচ্ছে উড়োজাহাজ পরিষেবাদাতা সংস্থাটি। খবর বিজনেস টুডে।

এসআইএ কর্তৃপক্ষ সরাসরি বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি না হলেও সংশ্লিষ্ট একটি সূত্র বোনাসের খবর নিশ্চিত করেছেন।

৩১ মার্চ শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরে ২৬৭ কোটি সিঙ্গাপুর ডলার বা ১৯৮ কোটি ডলার বার্ষিক মুনাফার রেকর্ড গড়েছে এসআইএ। মুনাফার এ অংক আগের বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।

করোনাকালীন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দ্রুত সংকট কাটিয়ে উঠেছিল এসআইএ। প্রতিদ্বন্দ্বী এয়ারলাইনসগুলোর তুলনায় এগিয়ে যায় সংস্থাটি। চলতি বছরের মার্চে প্রাক-কভিডের সময়ের তুলনায় যাত্রীর পরিমাণ ৯৭ শতাংশে উন্নীত হয়। মুনাফা বৃদ্ধির খবর প্রকাশের পর এসআইএর শেয়ারদর শূন্য দশমিক ৪ শতাংশ বাড়ে। ফলে চলতি বছরে মোট দর বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ।

সর্বশেষ অর্থবছরে সিঙ্গাপুর এয়ারলাইনসের আয় ৭ শতাংশ বেড়ে রেকর্ড ১ হাজার ৯০০ কোটি ডলারে পৌঁছেছে। যাত্রী পরিবহন থেকে আয় ১৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭ কোটি ডলার হয়েছে। তবে যাত্রী বাড়ার হার আগের বছরের তুলনায় কমেছে ৭ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে কার্গো খাতে আয় প্রায় ৪০ শতাংশ কমে ২১০ কোটি ডলার হয়েছে।

এয়ারলাইনস শিল্পে কর্মীদের বড় অংকের বোনাস এবারই প্রথম নয়। এর আগে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনস কর্মীদের একই ধরনের প্রণোদনা দিয়েছিল। উড়োজাহাজ পরিষেবা সংস্থাটি গত বছর প্রায় ৫১০ কোটি ডলার মুনাফার রেকর্ড গড়েছিল। তখন কর্মীদের দেয়া বোনাসের পরিমাণ ছিল পাঁচ মাসের বেতনের সমান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন