বিমান বাহিনী পরিচালিত ‘ব্লু স্কাই’ স্কুল উদ্বোধন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতাকাল ঢাকার বিমান বাহিনী ঘাঁটি বাশারে বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’-এর শ্রেণীকক্ষ পরিদর্শন করেন ছবি: আইএসপিআর

বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ  চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’-এর উদ্বোধন গতকাল বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত ওই স্কুলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি থেকে স্কুলের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান ছাড়াও সহকারী বিমান বাহিনী প্রধানরা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা। ওই অনুষ্ঠানে দ্য ঢাকা মার্কেন্টাইল কো‑অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী (অবসরপ্রাপ্ত) বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘অটিজম একটি বিশেষায়িত বিষয়, সমাজের সবাইকে এ বিষয়ে সচেতন করতে যথাযথ প্রচারণা চালাতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি শিশুকে গুরুত্ব দিয়ে তাদের উন্নয়নে কাজ করে যেতে হবে। তাদের প্রতিভা ও মেধাকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। সমাজের সবাইকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।’

অটিস্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে বিমান বাহিনী প্রধানের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে ‘ব্লু স্কাই’ স্কুল। এ স্কুল প্রতিষ্ঠায় সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করে বাফওয়া। এখানে অগ্রণী ভূমিকা পালন করেছেন বাফওয়া সভানেত্রী তাহমিদা হান্নান। ‘ব্লু স্কাই’ স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও আর্থিক পৃষ্ঠপোষকতা নিয়ে এগিয়ে আসেন দ্য ঢাকা মার্কেন্টাইল কো‑অপারেটিভ ব্যাংক লিমিটেডের চিফ কাস্টোডিয়ান বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী (অব.)। 

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও থেরাপি চালু করে ব্লু স্কাই মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা যাচ্ছে। —আইএসপিআর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন