চার দশকেও সংস্কার হয়নি সাতক্ষীরা কলেজ রোড

বণিক বার্তা প্রতিনিধি, সাতক্ষীরা

সামান্য বৃষ্টি হলেই সরকারি কলেজ সড়কে পানি জমে থাকে ছবি: নিজস্ব আলোকচিত্রী

সাতক্ষীরা শহরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে অন্যতম সরকারি কলেজ সড়ক। তবে চার দশকেরও বেশি সময় ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই বড় বড় গর্তে পানি জমে থাকে। শুষ্ক মৌসুমেও ধুলা-বালিতে চলাচল করা যায় না। স্থানীয় নাগরিকদের দাবি, পৌরসভা কর্তৃপক্ষ জনসাধারণের দুর্ভোগের বিষয়টি গুরুত্বই দিচ্ছে না।

জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ‘সরকারি কলেজ সড়কটি ব্যস্ততম। এটি সাতক্ষীরা পৌরসভা বা শহরের মাঝ বরাবর হওয়ায় অন্যসব সড়কের তুলনায় এতে সাধারণ মানুষের চলাচল বেশি। বিশেষ করে সরকারি কলেজের শিক্ষার্থীরা চলাচল করে এ সড়ক দিয়ে। ১৯৮০ সালের পর থেকে সড়কটির বেহালদশা। সামান্য বৃষ্টি হলেই কাদা পানিতে যেমন চলাচল করা মুশকিল হয়, তেমনি শুষ্ক মৌসুমেও ধুলা-বালিতে দুর্ভোগ পোহাতে হয়। সাতক্ষীরা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এটি সংস্কার করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে আন্দোলন হলে তখনই দায়সারাভাবে সংস্কার করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু সেটিও নিম্নমানের।’

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য শেখ আশরাফুজ্জামান আশু বণিক বার্তাকে বলেন, ‘সড়কটি সংস্কারের দাবি করে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। তার পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। নাগরিকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আবারো সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) শেখ ফিরোজ হাসান বণিক বার্তাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে পৌরসভায় বড় কোনো বরাদ্দ পাওয়া যায় না। সামান্য যে বরাদ্দ আসে এবং পৌরসভার নিজস্ব কিছু আয় থেকে মাঝেমধ্যে বিভিন্ন ওয়ার্ডে রাস্তা বা ড্রেন সংস্কার করা হয়। তবে জার্মান সরকারের একটি প্রকল্প এসেছে। সাড়ে ৩ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। শিগগিরই সড়কের কাজ শুরু হবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন