ভারতে জ্বালানি পণ্যের চাহিদা ও ব্যবহার ঊর্ধ্বমুখী

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ভারতে এপ্রিলে জ্বালানি পণ্যের ব্যবহার গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেড়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল এক প্রতিবেদনে সম্প্রতি এমনটা জানিয়েছে। খবর রয়টার্স। 

জ্বালানি তেল ব্যবহার ও আমদানিতে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ ভারত। সেখানে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধিরই ইঙ্গিত দিচ্ছে ঊর্ধ্বমুখী এ ব্যবহার। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই ব্যবহারে এমন উল্লম্ফন দেখা দিয়েছে বলে জানান ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান আইসিআরয়ের ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত ভাসিস্ত।

তিনি আরো বলেন, ‘‌জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ভারতে জ্বালানি পণ্যের চাহিদা ৩-৪ শতাংশ বাড়বে বলে আমরা প্রত্যাশা করছি। এ চাহিদা প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রাখবে পেট্রল ও ডিজেলের চাহিদা। এছাড়া আকাশপথে ভ্রমণ বেড়ে যাওয়ার বিষয়টিও চাহিদা বৃদ্ধিতে রসদ জোগাচ্ছে।

তথ্যানুসারে, ভারতে গত এপ্রিলে ১ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টন (দৈনিক ৪৮ লাখ ৫০ হাজার ব্যারেল) জ্বালানি ব্যবহার হয়েছে, গত বছরের একই সময় যা ছিল ১ কোটি ৮৭ লাখ ১০ হাজার টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন