লোকসভা নির্বাচন ঘিরে ডিপ ফেক প্রযুক্তির শিকার বলিউড তারকারা

বণিক বার্তা অনলাইন

ছবি : এনডিটিভি

ভারতের লোকসভা নির্বাচন ঘিরে ডিপ ফেক প্রযুক্তির শিকার হচ্ছেন বলিউড তারকারা। ভোটের বাজারে আসছে বলিউড অভিনেতাদের একের পর এক ডিপ ফেক ভিডিও। নির্বাচনকে কেন্দ্র করে ডিপ ফেক ভিডিওর শিকার হয়েছেন আমির খান, রণবীর সিংয়ের মতো প্রথম সারির বলিউড তারকারা। বাদ যাননি দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনও।

এর মধ্যে অনলাইনে ভাইরাল হওয়া ডিপ ফেক ভিডিওগুলোতে দুজন বলিউড অভিনেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতে দেখা গেছে। সেই সঙ্গে দেশের চলমান সাধারণ নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য ভক্তদের অনুরোধ করতে দেখা গেছে ভিডিওগুলোতে। ।

৩০ সেকেন্ড ও  ৪১ সেকেন্ডের দুটি ভিডিওতে দেখা যায়,  বলিউডের দুই অভিনেতা আমির খান এবং রণবীর কাপুর  বলেছেন, মোদি প্রচারাভিযানের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রী হিসাবে তার দুই মেয়াদে অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছেন। 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি  উভয় ভিডিওই কংগ্রেসের নির্বাচনী প্রতীক এবং স্লোগান দিয়ে শেষ হয়। ভিডিও দুটিতে এখন পর্যন্ত ৫ লাখের বেশি ভিউ হয়েছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন