২০২৪-২৫ বিপণন মৌসুম

চীনে সয়াবিন আবাদ কমে যাওয়ার আশঙ্কা

বণিক বার্তা ডেস্ক

ছবি: রয়টার্স

২০২৪-২৫ বিপণন মৌসুমে চীনে সয়াবিন আবাদ কমার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাজারে দাম কমে যাওয়ায় কৃষক অন্য ফসল চাষে ঝুঁকছেন। বিশেষ করে বেশি লাভের আশায় ভুট্টার আবাদ বাড়াচ্ছেন তারা। এছাড়া আগের মৌসুমের থেকে যাওয়া বাড়তি মজুদও আবাদ কমে যাওয়ার পেছনে বড় ভূমিকা রাখবে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) এক প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ বিপণন মৌসুমে চীনের কোটি ৫০ লাখ হাজার হেক্টর জমিতে সয়াবিন আবাদ করা হয়। ২০২৪-২৫ মৌসুমে আবাদি জমির পরিমাণ কমে ৯৯ লাখ ৫০ হাজার হেক্টরে নামতে পারে।

এফএএস জানায়, ২০২৩-২৪ মৌসুমে চীনে কোটি ৯৭ লাখ টন সয়াবিন উৎপাদন হয়। ২০২৪-২৫ মৌসুমে উৎপাদন কিছুটা কমে কোটি ৯৬ লাখ টনে নামতে পারে।

চীনের সরকার জেনেটিক্যালি মডিফাইড (জিএম) সয়াবিন ভুট্টা উৎপাদন বাড়াতে জোর প্রয়াস চালাচ্ছে। এজন্য আবাদ বাড়াতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এর প্রভাবে আগামী বছরগুলোয় দেশটিতে সয়াবিন আবাদ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এফএএস আরো জানায়, গত বছরে চীনে সয়াবিনের ব্যবহার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ২০২৪-২৫ বিপণন মৌসুমে ব্যবহার রেকর্ড ১২ কোটি লাখ টনে উন্নীত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন