২০২৪-২৫ বিপণন মৌসুম

চীনে সয়াবিন আবাদ কমে যাওয়ার আশঙ্কা

প্রকাশ: মার্চ ২৭, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

২০২৪-২৫ বিপণন মৌসুমে চীনে সয়াবিন আবাদ কমার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাজারে দাম কমে যাওয়ায় কৃষক অন্য ফসল চাষে ঝুঁকছেন। বিশেষ করে বেশি লাভের আশায় ভুট্টার আবাদ বাড়াচ্ছেন তারা। এছাড়া আগের মৌসুমের থেকে যাওয়া বাড়তি মজুদও আবাদ কমে যাওয়ার পেছনে বড় ভূমিকা রাখবে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) এক প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ বিপণন মৌসুমে চীনের কোটি ৫০ লাখ হাজার হেক্টর জমিতে সয়াবিন আবাদ করা হয়। ২০২৪-২৫ মৌসুমে আবাদি জমির পরিমাণ কমে ৯৯ লাখ ৫০ হাজার হেক্টরে নামতে পারে।

এফএএস জানায়, ২০২৩-২৪ মৌসুমে চীনে কোটি ৯৭ লাখ টন সয়াবিন উৎপাদন হয়। ২০২৪-২৫ মৌসুমে উৎপাদন কিছুটা কমে কোটি ৯৬ লাখ টনে নামতে পারে।

চীনের সরকার জেনেটিক্যালি মডিফাইড (জিএম) সয়াবিন ভুট্টা উৎপাদন বাড়াতে জোর প্রয়াস চালাচ্ছে। এজন্য আবাদ বাড়াতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এর প্রভাবে আগামী বছরগুলোয় দেশটিতে সয়াবিন আবাদ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এফএএস আরো জানায়, গত বছরে চীনে সয়াবিনের ব্যবহার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ২০২৪-২৫ বিপণন মৌসুমে ব্যবহার রেকর্ড ১২ কোটি লাখ টনে উন্নীত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫