যেসব ঝুঁকি তৈরি হয়...

ফিচার ডেস্ক

ছবি: সিমন্সে হেলথ ইনার্স

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনিতে সিস্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ৪০ বছর বয়সের মধ্যে প্রায় ২৫ শতাংশ মানুষের কিডনিতে সিস্ট হওয়ার ঝুঁকি থাকে। ৫০ বছর বয়সীদের মধ্যে প্রায় ৫০ শতাংশ মানুষের কিডনিতে সিস্ট হওয়ার আশঙ্কা থাকে।  কিডনিতে সিস্ট হওয়ার ঝুঁকি নারীদের তুলনায় পুরুষদের বেশি।

পিকেডি (পলিসিস্টিক কিডনি ডিজিজ) একটি জেনেটিক রোগ। মা-বাবার এ রোগ থাকলে সন্তানের আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। 

জটিলতা

সাধারণত সিস্ট কোনো সমস্যা সৃষ্টি করে না। তবে কখনো কখনো এটি জটিলতা সৃষ্টি করতে পারে, যার মধ্যে রয়েছে:

সিস্টে সংক্রমণ

ফেটে যাওয়া সিস্ট

প্রস্রাবে বাধা

উচ্চ রক্তচাপ

দীর্ঘস্থায়ী ব্যথা—পিকেডিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্যথা আরেকটি সাধারণ উপসর্গ। 

কিডনির কার্যকারিতা হারানো—কিডনির কার্যকারিতার প্রগতিশীল ক্ষতি পিকেডিতে অন্যতম গুরুতর জটিলতা হিসেবে পরিচিত।

লিভারে সিস্টের বৃদ্ধি—যদি পলিসিস্টিক কিডনি রোগ হয়, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লিভারে সিস্ট হওয়ার ঝুঁকি বেশি থাকে

হার্টের ভালভের অস্বাভাবিকতা

মস্তিষ্কে অ্যানিউরিজমের বিকাশ

গর্ভাবস্থার জটিলতা—কিছু ক্ষেত্রে, নারীরা প্রিক্ল্যাম্পসিয়া তৈরি করতে পারে, একটি জীবন হুমকির ব্যাধি। 

সূত্র: হেলথ লাইন 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন