বাইডেনের সঙ্গে বৈঠকে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জর্ডান রাজার

বণিক বার্তা অনলাইন

ছবি: ওয়াফা

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ গাজায় পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। বৈঠকে বাইডেন রাফায় ইসরায়েলি অভিযানে বেসামরিক মানুষদের নিরাপত্তার বিষয়ে কথা বলেন। তবে জর্ডানের রাজা এ অভিযানের বিরুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান জানান। খবর আল-জাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। এ চুক্তি ‘অন্তত ছয় সপ্তাহ সময়ের জন্য গাজায় টেকসই ও সবার জন্য ভালো সময় নিয়ে আসবে। পরে এটি হয়তো আমরা আরও কিছু সময় স্থায়ী করতে পারি।

তবে জর্ডানের রাজা বলেন, গাজায় এই মুহূর্তে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন। এখনই এ যুদ্ধের অবসান হতে হবে।

গতবছরের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এবার নিয়ে বেশ কয়েকবার গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জর্ডানের এই রাজা।

অন্যদিকে গাজা ইস্যুতে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়ায় কঠোর সমালোচনা করেছেন ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। বাইডেনের উদ্দেশে তিনি বলেন, আপনি যদি মনেই করেন যে অনেকসংখ্যক মানুষকে হত্যা করা হচ্ছে, তবে এত মানুষের হত্যা ঠেকাতে আপনার কম অস্ত্র সরবরাহ করা উচিত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন