রাফায় ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

বণিক বার্তা অনলাইন

ছবি: আনাদোলু এজেন্সি

গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে উপত্যকাটির শতাধিক বেসামরিক বাসিন্দা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যম ওয়াফার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

গণমাধ্যমটি জানিয়েছে, মিসর সীমান্তে অবস্থিত গাজার দক্ষিণাঞ্চলে গতকাল রাতে ইসরায়েলের বিমান হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

এর আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে রাফায় স্থল হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে হামলা শুরুর আগে সেখান থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সরানোর আন্তর্জাতিক চাপ থাকলেও এর আগেই গতকাল রোববার এ হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এর আগে হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনী (আইডিএফ) হামলা শুরু করলে রাফায় আশ্রয় নেন প্রায় ১৩ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি

রাফায় স্থল অভিযান চালানো হলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।  রাফায় বেসামরিকদের নিরাপত্তা নিশ্চত না করে হামলা চালানো উচিত নয় বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি।

রাফায় অভিযানের বিষয়ে সতর্ক করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, গাজার অর্ধেক বাসিন্দা এখন ওই এলাকায় আশ্রয় নিয়েছেন। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী হাঙ্কে ব্রাইনস স্লোট বলেছেন, স্থল অভিযানে সেখানে অনেক বেসামরিক নাগরিক মারা যেতে পারেন।

গতবছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন বলে দাবি ইসরায়েলের। অন্যদিকে গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার মাসে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন ২৮ হাজার ১৭৬। এছাড়া আহত হয়েছেন ৬৭ হাজার ৭৮৪ গাজাবাসী। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন