স্ট্রোক-পরবর্তী জটিলতা

ফিচার ডেস্ক

ছবি: হার্ভার্ড হেলথ পাব্লিশিং

স্ট্রোকের পর রোগী কিছু শারীরিক ও স্নায়বিক জটিলতা অনুভব করতে পারে। এ জটিলতাগুলো ছোট বা বড় আকারের হতে পারে এবং স্ট্রোকের আকার ও মস্তিষ্কের কোনো অংশ প্রভাবিত হয়েছিল তার ওপর নির্ভর করে জটিলতাগুলো অস্থায়ী বা স্থায়ী হতে পারে।

স্ট্রোকের কারণে মস্তিষ্কে সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। যার প্রভাবে কিছু জটিলতার সৃষ্টি হয়। স্ট্রোকের পর একজন ডাক্তারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো জটিলতা ও পরবর্তী সময়ে আবার স্ট্রোকের সম্ভাবনা প্রতিরোধ করা। ডাক্তারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে রোগী সুস্থ আছে এবং নিজের যত্ন নিতে প্রস্তুত। অর্থাৎ সব জটিলতা অবশ্যই চিকিৎসা ও নিয়ন্ত্রণ করা উচিত।

স্ট্রোকের জটিলতার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে:

 গিলতে অসুবিধা

 শ্বাস নিতে কষ্ট হওয়া

 সংবেদনশীলতা হারানো

 দৃষ্টি সমস্যা

 চলাফেরায় সমস্যা 

 কোমা

 লকড-ইন সিনড্রোম,  চোখ ছাড়া পুরো 

 শরীর অবশ হয়ে যায়

স্ট্রোকের সাধারণ জটিলতা

 সেরিব্রাল এডিমা

সেরব্রাল এডিমা হলো স্ট্রোকের পর মস্তিষ্কের ফুলে যাওয়া। মাথার খুলির অভ্যন্তরে তরল ও চাপের কারণে ফোলা ভাব সৃষ্টি হয়, যা মস্তিষ্কে অক্সিজেন ও রক্তের প্রবাহকে প্রভাবিত করতে পারে। এ কারণে যে সমস্যাগুলো হতে পারে: 

 মাথা ব্যথা

 বমি বমি ভাব

 বমি

 শ্বাসকার্যের সমস্যা

 দৃষ্টি পরিবর্তন

 কথা বলতে অসুবিধা

 স্মৃতিশক্তি হ্রাস

 চলাচলে অসুবিধা

 মাথা ঘোরা

 খিঁচুনি

 ঘাড় শক্ত হওয়া বা ব্যথা

সূত্র: কোপার ইউনিভার্সিটি হেলথ কেয়ার 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন